চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি:কাল বুধবার বহু প্রত্যাশিত রাঙ্গামাটি পিসির ল্যাবে করোনা রোগীদের নমুনা পরীক্ষা শুরু হবে ! এই বিষয়ে প্রতিবেদককে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন বিপাশ খীসা ।উদ্ভাধনের পর এই প্রথম পিসিআর ল্যাব নমুনা পরীক্ষা শুরু করবে।
রাঙ্গামাটিতে কোভিড-১৯ আক্রান্ত-৮জন বেড়ে ৭০০ জন। রাঙ্গামাটি সদরে ৮জন নতুন করে আক্রান্ত হয়েছে । মৃত্যু ছিল ১০ জনে। অপেক্ষামান রিপোর্ট ১১১ জন । আইসোলেশন ১৩জন,প্রেরিত নমুনা ৩১৩৯ প্রাপ্ত রিপোর্ট -২৯০৮ হোম কোয়ারেন্টাইনে ২২৯৩ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ১২৪১ জন । তার আগের দিন আক্রান্ত সংখ্যা ছিল ৬৯২জন। রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা:মোস্তফা কামাল মুঠোফোনে জানিয়েছেন।
এদিকে স্থাস্থ্যবিধি না মানার কারণে প্রতিদিন করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে রেফার করছে রাঙ্গামাটি স্থাস্থ্য বিভাগ। রাঙ্গামাটিতে কোন ধরনের জটিল চিকিৎসা নেই বলে চলে । রাঙ্গামাটি মেডিকেল কলেজ নীচতলায় পিসি আর ল্যাব করোনার নমুনা পরীক্ষা করতে পারবে।