বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরনির্বাচন কাল শনিবার ১৬ জানুয়ারী।বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী, আওয়ামীলীগ ও বিএনপিসহ চারজন মেয়র এবং ৫০ জন কাউন্সিলার প্রার্থী রয়েছে । এবার প্রথম ইভিএম পদ্ধতিতে খাগড়াছড়ি পৌর নির্বাচনে ভোট গ্রহন করা হবে বলে জানান,নির্বাচন কমিশনের কারিগরি বিশেষজ্ঞ মো.শাহাব উদ্দীন।
সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বর্তমান মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে পর পর দুইবার নির্বাচিত হয় আলহাজ্ব রফিকুল আলম। অনেকেই জনপ্রিয়তা দেখে ঈর্ষানিত হয়ে কয়েক বছর পুর্বের মীমাংসিত তুচ্ছ বিষয় নিয়ে অনলাইনে ষড়যন্ত্র শুরু করেছে।
খাগড়াছড়ি পৌরসভার পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১জন ,নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬জন মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন । এবার ৯টি ওয়ার্ডে ১৮টি কেন্দ্রে ১০৯টি বুথ রয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার সুত্রে জানান-প্রতিটি কেন্দ্রে পুলিশ ,আনসার পাশাপাশি কেন্দ্রের বাইরে ২ প্লাটুন বিজিবি ,র্যাব ষ্ট্রাইকিংফোর্স সার্বক্ষনিক টহলে নিয়োজিত থাকবে।
##চৌধুরী হারুনুর রশীদ।