কাশ
সাইমুম হাবীব
শরৎ ভরা কাশ বন শুভ্র নীলে ঢাকা
মেঠো পথের দু’পাশ জুড়ে রঙিন স্বপ্ন রাখা,
মেঘ আলাপন দৃষ্টি চলছে আঁকাবাঁকা
খেয়া নদীর আকাশ জুড়ে স্নিগ্ধ সুভাস মাখা।
ইচ্ছে করে আমার সুখের ক্রয়ে নামতে
ইচ্ছে করে শুভ্র হয়ে কশের সাথে মিশতে,
ইচ্ছে করে ধবল মেঘে পাতহীন ঘামতে
ইচ্ছে করে কাশের সাথে বিরাম ছাড়া ঘিঁষতে।
সুশ্রী শুভ্র বিকেল আছে আমার মনে
আপন কথার রাজপ্রাসাদে আমি এমন ক্ষণে,
আমার মতো আরো আছে অনেক জনে
স্ব-তাত্তিক মন বাঁধে যেন সাদা কাশের সনে।