1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

কিংসের চ্যাম্পিয়নশিপে ‘বিকেএসপি’

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ফুটবলে এখন দাপট বসুন্ধরা কিংসের। তৃতীয় বিভাগ ফুটবল লিগে দাপট দেখাল আরেক কিংস। পুরান ঢাকার চজবাজার কিংস তৃতীয় বিভাগ লিগে চ্যাম্পিয়ন হয়েছে কয়েক ম্যাচ আগেই। আজ লিগের শেষ ম্যাচও জিতে ট্রফি পেয়েছে ক্লাবটি।

পুরান ঢাকার ক্লাব চকবাজার কিংসের এই সাফল্যের নেপথ্যে রয়েছে বিকেএসপি। চকবাজার কিংসের সব ফুটবলারই সিলেট বিকেএসপির। সাবেক ফুটবলার ও বিকেএসপির কোচ রবিউল ইসলাম চকবাজার কিংসে কোচিং করিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এই কোচ সাফল্য সম্পর্কে বলেন, ‘খেলোয়াড় সবাই বিকেএসপির নবম ও অস্টম শ্রেণীর ছাত্র। তারা এক-দুই বছর আমার কোচিংয়ে রয়েছে।’

বিকেএসপি নামে একটি দল দ্বিতীয় বিভাগে খেলে। তৃতীয় বিভাগে বিকেএসপির খেলোয়াড়দের একটি ক্লাবে দেয়ার কারণ সম্পর্কে কোচ রবি বলেন, ‘জুনিয়র শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অভিজ্ঞতা করানোর লক্ষ্যেই এই প্রয়াস। চকবাজার ক্লাবটি বিকেএসপির সঙ্গে যোগাযোগ করেছে।’ কিংস থেকে খেলোয়াড়রা আর্থিক সুবিধাও পেয়েছে।

চকবাজার ক্লাবের সাধারণ সম্পাদক হাজী টিপু সুলতান ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য। তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় বিভাগে উঠেছে ক্লাবটি। এখন লক্ষ্য প্রথম বিভাগ, ‘আমাদের পুরান ঢাকাবাসীদের জন্য খুশির উপলক্ষ। আমরা এখন প্রথম বিভাগে দলকে উঠানোর চেষ্টা করব।’ তৃতীয় বিভাগ ফুটবল ক্লাবটির সভাপতি হকি সংগঠক তারেক এ আদেল।

১৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকবাজার কিংস। প্রথম ম্যাচ হারের পর বাকি ১৩ ম্যাচ অপরাজিত রবির কিংস। তৃতীয় বিভাগ লিগে শীর্ষ দুই দল দ্বিতীয় বিভাগে এবং সর্বনিম্ন পয়েন্টধারী দুই দল পাইওনিয়ারে অবনমিত হবে। এই লিগে পাতানো খেলার অভিযোগ উঠেছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃতীয় বিভাগ লিগে ট্রফি প্রদান শেষে মহানগর ফুটবল কমিটির কো-চেয়ারম্যান ইলিয়াস হোসেন পাতানো অভিযোগ খতিয়ে দেখা হবে বলা জানান।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..