নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার জালালপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে ওই বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়।
কটিয়াদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম অভিযান চালিয়ে জালালপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করেন ।
উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদ থেকে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে বিক্রি করে একটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার মানুষজন। এই চক্রটি দিনে অথবা রাতের আধারে বালু উত্তোলন করে প্রশাসনকে ফাঁকি দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
সেই প্রেক্ষিতে রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে জালালপুর ব্রহ্মপুত্র নদে অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনকারীদের না পেলেও ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম জানান, জালালপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।