নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত এক পুলিশ সুস্থ হয়ে উঠেছেন। মো. চাঁন মিয়া নামে পুলিশ ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই)।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে ছাড়পত্র দেওয়া হয় এবং তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নান্দীবাড়ির নিজ বাড়িতে ফিরেছেন।
কিশোরগঞ্জে এ পর্যন্ত মোট ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ভৈরব থানায় কর্মরত উপ পরিদর্শক মোঃ চাঁন মিয়া কিশোরগঞ্জের প্রথম পুলিশ সদস্য হিসেবে করোনা ভাইরাসমুক্ত হয়েছেন বলে মিডিয়া সেল পুলিশ নিশ্চিত করেছেন।
গত ৯ এপ্রিল হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য গেলে তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়।
গত ১০ এপ্রিল তার করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। ১০ এপ্রিল বিকালে আইসোলেশনের জন্য মোঃ চাঁন মিয়াকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান বলেন, ভৈরব থানায় কর্মরত পুলিশের উপ পরিদর্শক মোঃ চাঁন মিয়াকে নিয়ে জেলায় এ পর্যন্ত ৩ জন করোনা জয় করে বাড়ি ফিরলেন।