নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের হাওর পর্যটন এলাকার দৃষ্টিনন্দন অলওয়েদার সড়কপথ ও হাওর ঘুরে গেলেন স্ত্রীকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার একদিনের সফরে তিনি হাওরকন্যা কিশোরগঞ্জে এসে দিগন্ত বিস্তৃত হাওরের জলরাশি, দৃষ্টি নন্দন অলওয়েদার সঠক-সেতুপথ ও ডুবো সড়কপথ ঘুরে দেখেন।
ঢাকা থেকে সড়ক পথে বেলা ১২ টায় তিনি প্রথমে হাওর পর্যটন ও বৃহত্তর হাওরাঞ্চলের ‘গেটওয়ে’ জেলার করিমগঞ্জ উপজেরার বালিখলা ঘাটে আসেন।
সেখানে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
সেখান থেকে স্পিডবোটে চড়ে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যান পররাষ্ট্রমন্ত্রী।
গাড়িতে চড়ে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের স্বপ্নের উন্নয়ন কাজের ৩০ কিলোমিটার অলওয়েদার সড়কপথে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম জিরো পয়েন্টে যান।
এ সময় তারা অলওয়েদার সড়কের অনেকটা পথ পায়ে হেঁটে উন্মুক্ত হাওরের শীতল আলো-বাতাস উপভোগ করেন।
হাওর পরিদর্শন শেষে বিকালে দিকে ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।