নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জেড.এ সাহাদাত হোসেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ মুজিবুর রহমান বেলাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক এ.কে.এম হাসান-উজ-জ্জামান। প্রতিযোগিতায় পাঁচটি প্রতিষ্ঠানের ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মাঝে জার্সি ও পুরস্কার প্রদান করা হয়।