নিজস্ব প্রতিবেদক:শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রোগী পুলিশের উপ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী করোনাকে জয় করে ঘরে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০এপ্রিল) দুপুর ১.৩০ টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এই রোগীকে তাঁর নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে ছাড়পত্র প্রদান করে কর্তৃপক্ষ।
মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় পুলিশ উপ পরিদর্শক পদে কর্মরত। গত ১৩ এপ্রিল হঠাৎ কাশি অনুভব করলে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য গেলে তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়। গত ১৪ এপ্রিল তাঁর করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। ওই দিনই আইসোলেশনের জন্য মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারীকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সযোগে প্রেরণ করা হয়।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পর পর দুটি নমুনা পরীক্ষায় তাঁর কোভিড-১৯ নেগেটিভ আসায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাসপাতাল থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলে ছাড়পত্র দেওয়া হয়েছে।