নিজস্ব প্রতিনিধি: ‘দৈনিক আলোড়ন’ পত্রিকার কিশেরাগঞ্জ জেলা ও উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল (শিক্ষক পল্লী) সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক পুনুরুত্থান পত্রিকার প্রতিনিধি মো: আহসান উল্লাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোড়ন পত্রিকার প্রকাশক সিরাজুল মনির।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলে করিম মোঃ নাজমুজ্জামান ও সাংবাদিক মো: আব্দুর রব। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ‘দৈনিক আলোড়ন’ পত্রিকার কিশেরাগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- হিমেল আহমেদ (নিকলী প্রতিনিধি), হাবিবুর রহমান বিপ্লব (করিমগঞ্জ প্রতিনিধি), এস এম রিফাত (হোসেনপুর প্রতিনিধি), মুকরামিন খাঁন (তাড়াইল প্রতিনিধি), সিদ্দিক মিয়া (কটিয়াদী প্রতিনিধি), খসরু মিয়া (বাজিতপুর প্রতিনিধি), মুহাম্মদ কায়সার হামিদ (কুলিয়ারচর প্রতিনিধি) ও মোঃ খাইরুল ইসলাম ভূঁইয়া (ভৈরব প্রতিনিধি)।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দৈনিক আলোড়ন’ পত্রিকার প্রকাশক সিরাজুল মনির। এসময় তিনি জানান, আমরা প্রথম গণমাধ্যম হতে চায় না, আমরা ভাল মানের গণমাধ্যম হতে চায়। ১ অক্টোবর ২০ পৃষ্ঠার নতুন ধারার জাতীয় পত্রিকা ‘দৈনিক আলোড়ন’ আত্বপ্রকাশ করতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সারাদেশে ব্যাপক সাড়া পাচ্ছি। সিক্স সিজন গ্রুপ ইউকের ব্যবস্তাপনায় সৌমিত্র চক্রবর্তী’র সম্পাদনায় পত্রিকাটি আগামী ১ অক্টোবর থেকে বাজারে আসছে। আমাদের সকল প্রতিনিধিদের কথা বিবেচনা করে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রতিনিধিদের। সকলের সহযোগিতায় দৈনিক আলোড়ন এগিয়ে যাবে ইনশাল্লাহ।
পরে পত্রিকাটির প্রকাশক সিরাজুল মনির জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেনের হাতে নিয়োগ পত্র প্রদান করেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা প্রতিনিধিদেরকে প্রাথমিক নিয়োগ পত্র প্রদান করেন।