কিশোরগন্জ সংবাদদাতা: আজ ১০ জুলাই ২০২০খ্রি.তারিখে কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর সদয় নির্দেশনা মোতাবেক দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ উবায়দুর রহমান সাহেল, জনাব শফিকুল ইসলাম এবং জনাব অর্ণব দত্ত। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একাধিক দল।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস, গাইটাল বাসস্ট্যান্ড, বটতলাসহ বিভিন্ন জায়গায় মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ১০ জনকে মোট ৩,০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সতেচন করা হয়। এছাড়াও শুক্রবারে অননুমোদিতভাবে দোকানপাট খোলা রাখা, খাবার হোটেল স্বাস্থ্যবিধি না মেনে খোলা রেখে খাবার পরিবেশন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো এবং পৌরসভার অনুমোদনহীন অটোরিক্সা চালানোর অপরাধে ১০টি মামলায় মোট ১৪,৪৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও তাড়াইল উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২ টি মামলায় ১,৫০,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
আজ কিশোরগঞ্জ জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিবরণীঃ
আজ (১০.০৭.২০) সমগ্র কিশোরগঞ্জে মোট ১১৬ টি মামলায় সর্বমোট ২,২৪,৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ (১০.০৭.২০) সমগ্র কিশোরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় মোট ১০৯ টি মামলায় বিভিন্নজনকে সর্বমোট ২০,৭০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর এই অভিযান অব্যাহত থাকবে।