নিজস্ব প্রতিনিধি: ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হচ্ছে কিশোরগঞ্জ সদর উপজেলা। ২২ মার্চ এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ১১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ সেমি পাকা ঘর দেওয়া হয়েছে।
নতুন ঘর পাওয়া হযরত আলী নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত। তিনি বলেন, রিকশা চালিয়ে কোনরকমে সংসার চালাই, নতুন একটি ঘর পাব এটা স্বপ্নেও ভাবিনি।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে ‘ ক ‘ শ্রেণীর ভূমিহীন-গৃহহীন বাছাই করে তাদের পুনর্বাসন করা হয়েছে।
রাকিবুল ইসলাম আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এ সব বিষয় নিয়ে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। ভূমিহীন ঘোষণার পরেও নতুন করে কেউ ভূমিহীন বা গৃহহীন হয়ে পড়তে পারে, কেননা এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেক্ষেত্রে সরকারের নির্দেশনা ও উদ্যোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।