রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
আলি হায়দার, কিশোরগঞ্জ থেকেঃ সম্প্রতি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ২৩ জন পুলিশ সদস্য করোনা জয়ের পর আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৭টা দিকে প্লাজমা দানের উদ্দেশ্যে কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে এর উদ্দেশ্যে রওনা হয়। এদের মধ্যে ৫ জন এস,আই। ৪ জন এ,এস,আই ও ১৪ জন কনস্টেবল (একজন নারী) রয়েছেন।
জানাযায়, কিশোরগঞ্জ জেলার এসপি মাশরুকুর রাহমান খালেদের পরামর্শ ও নির্দেশনায় তারা এই প্লাজমা দানে উদ্ভুদ্ধ হয়ে, প্লাজমা দানে অংশগ্রহণ করেন। প্লাজমা দানে অংশগ্রহণ কারী পুলিশ সদস্যরা হলেন, এস,আই তাজমুল করিম, এস,আই ইমদাদুল হোসাইন, এস,আই, নয়ন মিয়া, এস,আই আবুল কালাম আজাদ, এস,আই আলমগীর কবির। এ,এস,আই কামরুল হোসেন, এ,এস,আই মতিয়ার রহমান, এ,এস,আই, আবদুর রহমান, এ,এস,আই জুয়েল মিয়া।
এছাড়াও ১৪ জন কনস্টেবল হলেন হাবিব, রবিন, সোহাগ, অহিদ, একরামুল, বাবুল, তোফাজ্জল, সাইফুল, আমিনুল, তানিয়া, নুরুজ্জামান, মোতাহের, জালাল, নাজমুল।
প্লাজমা দান শেষে এস,আই ইমদাদুল হোসাইনের সাথে মুঠোফোনে প্লাজমা দান সম্পের্ক জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের সম্মানিত এসপি স্যার মাশরুকুর রাহমান খালেদ স্যারের প্রেরণা ও নির্দেশনায় স্বইচ্ছায় এই প্লাজমা দানে অংশগ্রহণ করি। আমাদের এই প্লাজমা পেয়ে যদি একটি মানুষও সুস্থ হয়, এটাই হবে আমাদের সবথেকে বড় প্রাপ্তি। তিনি জানান ইতোমধ্যে আমার প্লাজমা দেওয়া সম্পন্ন হয়ে এবং আমি প্লাজমা দানে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছি। এবং মহাল আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।