কুলিয়ারচর,কিশোরগঞ্জ,প্রতিনিধি:‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৯ আগস্ট) দুপুর ১২টায় কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।কুলিয়ারচর উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ সকল প্রতিনিধিদরর উপস্থিতির সমন্বয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতানা মাহমুদের সভাপতিত্বে কুলিয়ারচর থানার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই ‘ওপেন হাউজ ডে’।
উক্ত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়াত আহম্মেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেল এ.এস.পি রেজওয়ান আহমেদ দীপু, উপজেলা চেয়ারম্যান জনাব ইয়াসির মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ জনাব মোঃ মুর্শিদ আহম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সঈদা কানম মুক্তা সহ কুলিয়ারচর উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন কুলিয়ারচরের সকল ইউপি চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এই সময় কুলিয়ারচর উপজেলার ইউপি চেয়ারম্যানগন পুলিশকে সর্বাত্মক সহায়তা ও প্রভাবমুক্ত হয়ে কাজ করার পরামর্শ ও সহায়তার আশ্বাস দেন এবং সমাজের বিভিন্ন অভিযোগ তুলে ধরে (বিশেষ করে মাদক, ইভটিজিং, সন্ত্রাস) আরও কঠোর অবস্থান গ্রহণের জন্য পরামর্শ দেন।
এরপর প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়াত আহম্মেদ চৌধুরীর বক্তব্যের শুরুতে তিনি সাধারণ মানুষের অভিযোগ শুনার চেষ্টা করেন, এই সময় দয়ারিয়া গ্রামের জমির উদ্দিন, পূর্বগাইলকাটার সাদ্দাম, ছয়সূতীর শ্যামল মিয়া, আগরপুরের সিরাজ মিয়া সহ আরও অনেকে সমাজের বিভিন্ন সমস্যা ও অভিযোগ উত্থাপন করেন। যা পুলিশ সুপার মহোদয় তাদের সমস্যা নিবির ভাবে শুনেন এবং প্রত্যেকের বক্তব্যে উত্তর ও সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে বিটপুলিশিং এর বিভিন্ন উপকারী দিক তুলে ধরে, কোন রকম টাকা পয়সা ছাড়া জনগনকে আরও ভালো পুলিশিং সেবা দেওয়ার বিষয়ে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা, পরামর্শ দেন। এবং জনগনের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।
রিপোর্ট : আলী হায়দার
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।