প্রত্যয় ডেস্ক, আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুলিয়ারচরে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা পর্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা মূল্যক ও আমাদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা সহ কমিশনার (ভূমি) শারমিন সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর ফায়ার সার্ভিস অফিসার আকরাম হোসেন।
আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গত সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ও স্কুল ‘লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’ এবং রানারআপ দল ও স্কুল ‘এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়’ এর শিক্ষার্থী ও শ্রেষ্ট বিতার্কিক ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।