প্রত্যয় ডেস্ক, আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ“মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিব জন্মশত বার্ষিকীতে ‘দিন বদলের সনদ’ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে ।
রবিবার ( ১ নভেম্বর ) সকাল ১১ টায় কুলিয়ারচর উপজেলা পুরাতন কোর্ট ভবন প্রাঙ্গন যুব উন্নয়ন কার্যালয়ের সামনে যুব দিবস কর্মসূচীর মধ্যে অতিথি কর্তৃক শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফলদ-ঔষধি গাছের চারা লাগিয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এই পর্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র ও বৃক্ষের চারা বিতরণ এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন ও সকল আত্মকর্মী ও সংগঠনের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, বীর মু্ক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আবিরাজ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ,কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা হাবিবুল্লাহ কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা কর্মসংস্থান ব্যাংক ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক মোঃ ফিকুবর, একাডেমিক সুপার মোঃ মুশফিকুর রহমান, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, মাওলানা জহিরুল ইসলামসহ উদ্যোক্তা মোছাঃ ফারজানা আক্তার প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রশিক্ষণার্থীদের ১লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান ও বিভিন্ন প্রজাতির ফল,ঔষধি গাছের ৭০ টি চারা বিতরণ করা হয় ।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুব উন্নয়নের বিভিন্ন সংগঠনের সংঘঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।