আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর গ্রামের যুবসমাজ নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন “মনোহরপুর যুব ফাউন্ডেশন বন্ধন” এর উদ্যোগে মনোহরপুরের একটি মাদ্রাসার গরিব, মেধাবী ও এতিম ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়েছে।
জানা যায়, ১/৩/২০২০ইং সনে গঠিত ‘মনোহরপুর যুব ফাউন্ডেশন বন্ধন’ এর তরুন-যুকদের উদ্যোগ গতকাল (১৮ আগস্ট) ‘মনোহরপুর আশরাফুল উলূম মাদ্রাসা’র গরিব, মেধাবী ও এতিম ছাত্র-ছাত্রীদের মধ্যে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, অঙ্ক বিভিন্ন পুস্তক সহ পবিত্র কুরআন শরীফ বিনামূল্যে এই বিতরণ করা হয়।
এই সময় উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত আলোচনা করেন ‘মনোহরপুর আশরাফুল উলূম মাদ্রাসা’ প্রিন্সিপাল মাওলানা তুফিকুল ইসলাম। এই সময় উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত সামাজিক সংগঠন এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।