কুড়িগ্রাম প্রতিনিধি: হাঁসের খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন কুড়িগ্রামের চা বিক্রেতা আবুল কালাম আজাদ। প্রতিমাসে এখন তার আয় লক্ষাধিক টাকা। শুধু নিজেই স্বাবলম্বী হননি প্রেরণা যুগিয়েছেন অন্যদেরও। তার দেখাদেখি খামার গড়তে আগ্রহী হয়েছেন অনেকে।
কুড়িগ্রাম জেলার উলিপুরের আবুল কালাম আজাদের সংসার চলতো চা বিক্রি করে। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঁস লালন পালনের দৃশ্য দেখে উদ্বুদ্ধ হন। দু’বছর আগে হাঁস পালন শুরু করেন। প্রথমে ৩০টি হাঁস দিয়ে শুরু হয় খামারের যাত্রা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আবুল কালাম আজাদকে।
এখন তার খামারে প্রতিদিন ডিম দেয় শতাধিক হাঁস। শুধু ডিম বিক্রি নয় বাচ্চাও উৎপাদন করা হয় খামারে। এছাড়া অন্য হ্যাচারি থেকে বাচ্চা ফুটিয়ে এনে সেগুলোও বিক্রি করা হয়। হাঁসের পাশাপাশি দু’শতাধিক দেশি মুরগিও রয়েছে তার খামারে। এখন সচ্ছল সংসার আবুল কালামের। আবুল কালামকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার বেকার যুবকরা।
তরুণরা এগিয়ে এলে আমিষের ঘাটতি পূরণ হবে, বেকারত্বও দূর হবে বলে মনে করেন প্রাণি সম্পদ কর্মকর্তা। প্রাণি সম্পদ বিভাগ থেকে আবুল কালাম আজাদকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।