কবিতা:অনুভবে তুমি
—— কৃপা মহন্ত অনু
তুমি ছিলে আমার কল্পনা জুড়ে,
আমার ভাবনার জগৎ টাকে ঘিরে,
কিন্তু বাস্তবে কখনই তুমি ছিলে না আমাতে।
তুমি ছিলে আমার প্রতিটা নিশ্বাসের অনুভবে,
ছিলে আমার প্রতিটা রক্তের শিরাতে শিরাতে,
কিন্তু বাস্তবে কখনই তুমি ছিলে না আমাতে।
তুমি আমার স্বপ্নের জগতের সেই মুখ্য মানুষ,
যাকে ঘিরেই আমার সব কল্পনার বাস।
তুমি আমার সেই সুখের ফানুস,
যাকে মুক্ত করে উড়িয়ে দেওয়াটা আমার আশ।
বাস্তবে তুমি কখনই ছিলে না আমার,
তাই মিথ্যে মায়ায় বাধতে চাই না আর।
নাই বা হলো তোমার হাত ধরে ঘোরা
নাই বা হলো এক সুরে গান বাঁধা।
মুক্ত করে দিলাম তোমায় বাঁধবো না আর মায়ায়,
সারাজীবন অনুভবে থাকবে এ মনের পিঞ্জিরায়।
লেখক : শিক্ষার্থী,
শেরপুর মহিলা অনার্স কলেজ
শেরপুর, বগুড়া