এম এইচ সামাদ, নেত্রকোণা:
নেত্রকোণার বারহাট্টা উপজেলা সদরের বড়ি গ্রামের কৃতি সন্তান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিসের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ২০০ প্যাকেট ঈদের নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু ,১ কেজি তেল,১ প্যাকেট সেমাই, ১ কেজি ডাল ও ১ কেজি পোলাওয়ের চাল।এ বিষয়ে কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের এই ক্লান্তিলগ্নে অসহায় মানুষের পাশে ক্ষুদ্র পরিসরে দাঁড়াতে পেরে আমার কাছে অনেক ভাল লাগছে।
করোনা সংক্রমণ রোধে আমরা সরকারের দেওয়া বিধি নিষেধ মেনে চলি।নিজেরা সুস্থ থাকি আর অন্যদেরও সুস্থ রাখতে সাহায্য করি।