স্পোর্টস ডেস্ক: ব্যাটিং সহায়ক উইকেট। দুনিথ ওয়াল্লালাগে, ইয়ানিক কারিয়াহর মতো বিদেশি দুই স্পিনার চার ওভারের কোটা পূরণ করলেও বোলিং করেননি মেহেদি হাসান মিরাজ।
ওয়াল্লালাগে ৪ ওভারে দেন ৪৭ রান, কারিয়াহর সমান ওভারে খরচ ৩৩। বরিশাল ম্যাচটা হেরেছে মাত্র ১০ রানে।
স্বাভাবিকভাবেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারের পর কাঠগড়ায় বরিশালের বোলিং। তার সঙ্গে এলো, মিরাজের বল না করার বিষয়টিও।
মিরাজকে কেন অধিনায়ক তামিম ইকবাল একটি ওভারও বল দিলেন না? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে মিরাজ বললেন, ‘এটা আসলে টিমের একটা প্ল্যানিং ছিল। আসলে সিচুয়েশনটা হয়তো এমন আসেনি (বল করার মতো)। অধিনায়ক এমন চিন্তা করেছে। দুজন বিদেশি স্পিনার দিয়ে বল করানো হয়েছে।’
মিরাজ পরিষ্কার কারণ না জানিয়ে বরং অধিনায়কের সিদ্ধান্তকেই সামনে টানলেন বারবার। তার ভাষায়, ‘অধিনায়ক হয়তো চিন্তা করেছে এমন। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্য হয়তো। এটা আসলে অধিনায়কের সিদ্ধান্ত। সে ভালো মনে করেছে এজন্য হয়তো আমাকে করায়নি।’