স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অবস্থান করছে লিটন দাসের দল। কেননা ইতোমধ্যে ৩৬০ রানের লিড নিয়ে ফেলেছে টাইগাররা। যে কারণে ম্যাচে ফেরা আফগানিস্তান দলের জন্য বেশ কঠিনই হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ জোনাথন ট্রট। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আফগান কোচের এখন চাওয়া একটাই… তা হলো সম্মানের সঙ্গে লড়াই করা।
তিনি বলেন, হ্যাঁ (প্রায় অসম্ভব), এটা কঠিন হতে চলেছে। পিচ যেভাবে আচরণ করছে তাতে এটা আসলেই অনেক কঠিন। আপনি কেবল কিছুটা গর্বের জন্য এবং নিজেদের সামর্থ্য দেখানোর জন্য লড়াই করতে পারেন।
তবে প্রধান কোচ ট্রটের কাঠগড়ায় অবস্থান করছেন আফগান ব্যাটাররা। কেননা দলটির হয়ে বলার মতো তেমন ইনিংস উপহার দিতে পারেননি কোনো ব্যাটার। তাই ব্যাটারদের কিছুটা সচেতনতার অভাব রয়েছে বলে মনে করছেন ট্রট। এছাড়া ঢাকায় পৌঁছে টাইগারদের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলার বিষয়টিও সামনে আনেন তিনি। যে কারণে ম্যাচে এর প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি।
ট্রট বলেন, আমার মনে হয় আমরা কিছু এলোমেলো শট খেলেছি। আমার মনে হয় ক্রিকেটারদের খেলা নিয়ে সচেতনতার অভাব রয়েছে। আপনি টেস্ট ম্যাচ ও প্রথম শ্রেণির না খেললে তাতে মরিচা ধরে। এমনটা হতেই পারে। অবশ্য আমরা এখানে প্রস্তুতি ম্যাচও খেলিনি।