স্পোর্টস ডেস্ক: শচিন টেন্ডুলকার মনে মনে হাফ ছেড়ে বেঁচে গেছেন সম্ভবত। আরেকটু হলেই তার রেকর্ডে ভাগ বসাতে গিয়েছিলেন সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। কিন্তু পারলেন না। মাত্র পাঁচ রান দূরে থাকতেই তাকে ফিরতে হলো ম্যাট হেনরির বলে আউট হয়ে।
মঞ্চ প্রস্তুত করা ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের এক পর্যায়ে ভারতের জয়ের জন্য দরকার ছিল পাঁচ রান। অন্যদিকে ব্যাটিং স্ট্রাইকে থাকা বিরাট কোহলির সেঞ্চুরি হতেও দরকার ছিল পাঁচ রান। ওভারের তৃতীয় বলটিতে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি।
৪র্থ বলেই কাঙ্ক্ষিত সেই অধরা সেঞ্চুরিকে আলিঙ্গন করতে ম্যাট হেনরিকে ছক্কা হাকাতে উড়িয়ে মারেন কোহলি। কিন্তু ডিপ মিড উইকেটে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন কোহলি। ধর্মশালার কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে যেন বিষাদের সুর বেজে উঠলো। তখনো দুই ওভার বাকি ছিল। কোহলি হয়তো নিজেকে আরেকটু সংযত করে পরের বলগুলোতে রান নিলেও পারতেন।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৪৯ সেঞ্চুরি সবার উপরে রয়েছেন শচিন টেন্ডুলকার। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে ৪৮ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছেছেন কোহলি। আর একটি সেঞ্চুরি হলেই কিংবদন্তি শচিনকে ধরে ফেলবেন তিনি। যেরকম ফর্মে আছেন হয়তো বিশ্বকাপেই তাকে ছুঁয়ে ফেলবেন কোহলি।