স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে বাবর আজমের পাকিস্তানকে। আগামী ১১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দুই দল।
সেই ম্যাচে মাঠে নামার আগে কয়েকদিনের বিশ্রাম পেয়েই ক্রিকেট বাদ দিয়ে গলফ খেলায় মেতে উঠলেন বাবর আজম।
পাকিস্তান কোচিং প্যানেলের গ্রান্ড ব্রাডবার্ন, বোলিং কোচ মরনে মরকেল এবং এন্ড্রু পাটিককে সঙ্গে নিয়ে গলফ খেলেন বাবর আজম। দলের বাকি সদস্যরা কলকাতার হোটেলেই অবস্থান করছিলেন। বাবর আজমের এমন ঘটনায় সমালোচনা হচ্ছে চারদিকে।
পাকিস্তান সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ২১ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে। আগামী ম্যাচ তাই ফাইনালই বলা যায় তাদের জন্য।