শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজারের কিংস প্লাজায় অবস্থিত সুনামধন্য প্রতিষ্ঠান ফ্রেন্ডস ফ্যাশান এন্ড অটোড্রাই ক্লিনার্স।
গত সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ভাঙ্গুড়া বাজারের কিংস প্লাজায় অবস্থিত ফ্রেন্ডস ফ্যাশান এন্ড অটোড্রাই ক্লিনার্স নামক দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সে সময় অগ্নিকাণ্ডে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কয়েক লক্ষাধিক টাকা।
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী পরিবারের সদস্যদের নিয়ে যেন কষ্টে না থাকে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভাঙ্গুড়ার এসএসসি ব্যাচ-২০০০ এর সদস্যরা।
শুক্রবার (২১ এপ্রিল) রাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্রী পিন্টুর কুমার দাসের পরিবারকে নগদ এগারো হাজার টাকা বুঝিয়ে দেন সদস্যরা। ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেদের গর্বিত বলে মনে করেন এসএসসি ব্যাচ-২০০০ এর সদস্যরা।
এসএসসি ব্যাচ-২০০০ এর এক সদস্য আখিরুজ্জামান মাসুম দৈনিক প্রত্যয় কে বলেন, গত ১৭ এপ্রিল দিবাগত রাতে পাবনার ভাঙ্গুড়া বাজারের কিংস প্লাজায় অবস্থিত ফ্রেন্ডস ফ্যাশান এন্ড অটোড্রাই ক্লিনার্স নামক দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সে সময় অগ্নিকাণ্ডে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতি হয় কয়েক লক্ষাধিক টাকা। ব্যবসায়ী শ্রী পিন্টু কুমার দাসের পরিবারকে সহযোগিতার জন্য ইফতারের টাকা বাঁচিয়ে সামান্য এই সহযোগিতা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান এসএসসি ব্যাচ-২০০০ এর সদস্যরা।
আখিরুজ্জামান মাসুম আরও বলেন, ভাঙ্গুড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ততক্ষণে সবই শেষ। এসব ক্ষতি সহজে পূরণ হবার নয়। কিন্তু এখন প্রয়োজন আগুনে পুড়ে সর্বহারা এই মানুষকে সর্বাত্মকভাবে সাহায্য করা। তিনি যেন আবার সোজা হয়ে দাঁড়াতে পারে, সে জন্য তাকে সহযোগিতা করতে হবে। সব হারিয়ে নিঃস্ব এই ব্যক্তি শোকে পাথর হয়ে গেছে। তার জীবন এবং পরিবারে এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। তার জীবনে এখন দুঃখের শেষ নেই, কষ্টেরও সীমা নেই। এ অবস্থায় সব ভেদাভেদ ভুলে আজ এই সর্বহারা মানুষের পাশে দাঁড়াতে হবে। তার প্রতি সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
অনুদানপ্রাপ্ত ব্যবসায়ী পিন্টু কুমার দাস তাকে এ সহায়তার জন্য এসএসসি ব্যাচ-২০০০ এর প্রতি কৃতজ্ঞতা জানান। এই অনুদান তার ব্যবসা ও জীবন উভয়কেই পুনর্গঠনে সাহায্য করবে বলে মনে করেন তিনি।