নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলক্ষেত থানাধীন বাউলা ও বটতলা বাজার এলাকায় র্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে ৪টি প্রতিষ্ঠানের মালিককে ২,৪৫,০০০ (দুই লাখ পাচচল্লিশ) হাজার টাকা জরিমানা করা হয়।
এক বিবৃতিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ৯:৩০ ঘটিকা হতে ১ ঘটিকা পর্যন্ত র্যাব-১ এর একটি আভিযানিক দল খিলক্ষেতের মা বেকারী এন্ড কনফেকশনারী, টাঙ্গাইল সুইট্স, সোহাগ বেকারী এন্ড কনফেকশনারী, সুফিয়ান বেকারী এন্ড কনফেকশনারীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এবং বিএসটিআই এর নেতৃতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানিয়েছে, ভ্রাম্যমান আদালতের অভিযানে প্যাকেটে ওজন পরিমাপে কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১), ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২, বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ও ৩১ ধারা মোতাবেক ১) মা বেকারী এন্ড কনফেকশনারী এর দোষী ব্যক্তি মোঃ শরিফুল ইসলাম (৩৫)’কে ৮০,০০০ (আশি হাজার) টাকা, ২) টাঙ্গাইল সুইট্স এর দোষী ব্যক্তি শ্রী নিখিল সরকার (৫৫)’কে ১,০০,০০০ (এক লাখ) টাকা, ৩) সোহাগ বেকারী এন্ড কনফেকশনারী এর দোষী ব্যক্তি মোঃ কুতুব উদ্দিন (৩২), থানা-খিলক্ষেত’কে ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং ৪) সুফিয়ান বেকারী এন্ড কনফেকশনারী এর দোষী ব্যক্তি মোঃ নান্নু মিয়া (৪৮), থানা-খিলক্ষেত, ডিএমপি, ঢাকা’কে ৪৫,০০০ (পাচচল্লিশ হাজার) টাকা সহ সর্বমোট ২,৪৫,০০০ (দুই লাখ পাচচল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।