এম এইচ সামাদ, নেত্রকোনা প্রতিনিধি:
করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রান্ত আপডেট ১৪ মে ২০২০
পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা সর্বমোট ২০০১টি। আজ ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে শনাক্তকৃত ০৬জন।
১। নেত্রকোনা সদর উপজেলায় ০৫জন।
সদর হাসপাতালে- ৪জন।(ডাক্তার সহ ৪ জন,সকলেই সদর হাসপাতালে কর্মরত)
গোয়েন্দা বিভাগের ১জন।
(আক্রান্তদের বাড়ী যথাক্রমে পৌরএলাকার রেলক্রসিং, বলাইনগুয়া, সাতপাই, কাটলী ও বাড়ইপাড়া নাগড়া )
২। মৃত ফুলতারা, বয়স-৬০ গ্রাম- গোবিন্দশ্রী, ইউনিয়ন- গোবিন্দশ্রী, মদন, নেত্রকোণা। বিগত ০৮.০৫.২০২০ খ্রি. তারিখ নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ীতে আসেন,১০.০৫.২০২০ খ্রি. তারিখ সন্ধায় তিনি মৃত্যুবরন করেন, অদ্য ১৪.০৫.২০২০ খ্রি. ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রির্পোট এ তিনি (কোভিড-১৯) পজেটিভ। স্বাস্থ্য বিভাগের পক্ষথেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
আজ পর্যন্ত সর্বমোট ১৬৩২টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় শনাক্তকৃত সর্বমোট ৯৪জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭জন। আজ পর্যন্ত মৃত্যু- ০২জন।
ঘরে থাকুন,নিরাপদ থাকুন।
সূত্র:সিভিল সার্জন নেত্রকোণা।