আন্তর্জাতিক ডেস্ক: স্টেইনলেস স্টিল কারখানা নির্মাণের জন্য ভূগর্ভস্থ ট্যাংক খননের সময় মাটি চাপা পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী। আহত হয়েছেন আরও একজন।
মূলত খননের সময় হুড়মুড়িয়ে নির্মাণস্থলের দেওয়াল ভেঙে পড়ে। এতে করে সেখানে কাজ করা বেশ কয়েক জন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে।
শনিবার (১২ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গুজরাটের মেহসানা জেলার কাদি শহরের কাছে একটি স্টেইনলেস স্টিল কারখানা নির্মাণের সময় মাটি চাপা পড়ে দুই নারীসহ ৯ জন শ্রমিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
কাদি থানার পরিদর্শক প্রহলাদসিং ভাঘেলা বলেন, ঘটনাটি ঘটার সময় শ্রমিকরা জাসলপুর গ্রামে একটি ট্যাংকের জন্য ১৬ ফুট গভীর গর্ত খনন করছিলেন।
প্রহলাদসিং ভাঘেলা বলেন, “ফায়ার ব্রিগেড, পুলিশ এবং শ্রমিকদের দল নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। স্তূপ থেকে ৯টি মৃতদেহ বের করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদের বেশিরভাগই দাহোদের, আর তিনজন রাজস্থানের। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।”
তারা স্টিলিনক্স স্টেইনলেস প্রাইভেট লিমিটেডের সাইটে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ধৃত করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি “অত্যন্ত দুঃখজনক”।
মোদি বলেছেন, “গুজরাটের মেহসানায় দেয়াল ধসে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যারা এতে তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। এর সাথে সাথে আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে।”