গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের এক ঝুট মিলে শনিবার রাত ১০টায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। শনিবার রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে দেউলিয়াবাড়ি এলাকায় রতন মিয়ার টিন শেডের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে গাজীপুরের কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি, জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক পর্যায়ে রাত ১০টা ৫৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সংবাদ লেখার সোয়া ১২টা পর্যন্ত ড্যাম্পিংয়ের (আগুন পুরোপুরি নেভানোর) কাজ চলছিল।
আব্দুল হামিদ মিয়া জানান, আগুনে গোডাউনে থাকা ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।