দৈনিক প্রত্যয় ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তাদের তিন সন্তানের গলাকেটে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গৃহবধূ ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে এ হত্যা মামলা করেন।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের ধরতে একাধিক দল অভিযান পরিচালনা করছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর দেবর আরিফসহ কয়েকজন প্রতিবেশীকে থানায় আনা হয়েছে।
রাতে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক ও ক্রাইম সিনের ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ করেছে। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা, তাদের দুই মেয়ে নুরা, হাওয়ারী এবং ছেলে ফাদিলের লাশ ঘর থেকে উদ্ধার করে।
দৈনিক প্রত্যয়/ জেডএম