গাজীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত তিন মাসের মধ্যে গতকাল শনিবার এক দিনেই গাজীপুরে সর্বোচ্চ ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ গত ৩১ আগস্ট গাজীপুরে ৩২৯ জনের করোনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়। এর তিন মাস পর গত ২৪ ঘণ্টায় শনিবার ১৮৬ জনের পরীক্ষা শেষে ৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শনিবার পর্যন্ত গাজীপুরে মোট ৪৮ হাজার ৫৮৯ জনের করোনা পরীক্ষা করা হলে ৬ হাজার ৩১১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৫৩৩ জন, কালিয়াকৈরে ৭০৩ জন, কাপাসিয়ায় ৪৪৪ জন, শ্রীপুরে ৬৬৯ জন ও গাজীপুর সদরে ৩ হাজার ৯৬২জন।
এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৬০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজীপুরের কালিগঞ্জে ৪, কালিয়াকৈরে ৪, কাপাসিয়ায় ১ ও গাজীপুর মহানগরসহ সদরে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮৬ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুখে মাস্ক ব্যবহারসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য গাজীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে সরকারি বেসরকারিসহ সকল দফতরে সরকারি সার্কুলার জারি করা হয়েছে সেবা গ্রহীতারা সবাই যেন মুখে মাস্ক ব্যবহার করেন এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলেন। বিভিন্ন দফতরে ‘নো মাস্ক নো সার্ভিস’ বিজ্ঞপ্তিও ঝুলিয়ে দেয়া হয়েছে।