রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ স্কুল শিক্ষকের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া গাড়িটি বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম আসনের জনগণের সেবায় কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
হিরো আলম বলেন, “গাড়িটি বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) সংসদীয় আসনের জনগণের সেবায় কাজে লাগাবো। গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে জনগণের কল্যাণে ব্যবহার হবে। গরিব, অসহায়, প্রতিবন্ধী সহ নিম্ন আয়ের মানুষদের সেবায় এই উপহারটি (গাড়ি) উৎসর্গ করলাম।”
তিনি আরও বলেন, “আমি জনগণের সেবা করার ব্রত নিয়ে নিজেকে বিলিয়ে দিতে এসেছি। যিনি (হবিগঞ্জের চুনারুঘাটের মাদ্রাসা শিক্ষক মুখলিছুর রহমান) আমাকে এই গাড়িটি উপহার দিয়েছেন, তার প্রতি নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সকল জনসাধারণ এবং হিরো আলমের সকল ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বগুড়া-৪ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোট দিয়েছে। আমি নির্বাচিত হলেও আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, ফলাফল কেড়ে নেয়া হয়েছে। একটি শক্তি পরিকল্পিতভাবে আমার সঙ্গে অন্যায় করেছে, জনগণের সঙ্গে অন্যায় করেছে। ”
নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সম্মানিত সকল ভোটারদের প্রতি তিনি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতে জনগণ তাকে তাদের প্রতিনিধি অবশ্যই করবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।