নিজস্ব প্রতিবেদক: আজ (সোমবার) দুপুরে কয়েকটি গণমাধ্যমে খবর ছড়ায়, করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি মুর্তজার অবস্থা সংকটাপন্ন, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। স্বাভাবিকভাবেই এই খবরের পর দুশ্চিন্তার মেঘ জন্মে মাশরাফি ভক্তদের মনে। যদিও সাবেক অধিনায়ক নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সুস্থ আছেন। সামান্য কাশি ও শরীর ব্যথা ছাড়া তেমন কোনও উপসর্গ নেই। একই সঙ্গে ভুয়া খবরে বিচলিত না হওয়ার আহ্বান তার।
সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।
তবে তার শারীরিক অবস্থা নিয়ে যে খবর ছড়িয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন কোভিড-১৯ রোগে আক্রান্ত এই পেসার, হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনও ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না। মাশরাফি সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।
করোনার উপসর্গ থাকায় গত শুক্রবার পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে জানতে পারেন তিনি কোভিড-১৯ ‘পজিটিভ’। সংক্রমণের শুরু থেকেই নিজ এলাকায় জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন নড়াইল-২ আসনের এ সদস্য। গত কয়েক মাসে বেশ কয়েকবার নড়াইল যেতে হয়েছে তাকে। এখন মাশরাফি নিজেই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত।