নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে গুলশান-১ এর প্রবেশ মূখে পুলিশ বক্সের সামনে সড়ক খুঁড়ে ঝুঁকিপূর্ণ গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। গ্যাসের মূল সরবরাহ পাইপ থেকে ৮টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে কড়াইল বস্তিতে গ্যাসের অবৈধ সংযোগ চালিয়ে আসছিল সংঘবদ্ধ চক্র।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি পুলিশ ও তিতাস গ্যাসের সমন্বয়ে বেলা ১১টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। পুলিশ চেক পোষ্টের সামনে গর্ত খুঁড়়ে প্লাস্টিকের পানির পাইপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ সংযোগ দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, জনগনের সচেতনতা ছাড়া শুধুমাএ আইনের প্রয়োগ করে এধনের অবৈধ সংযোগ বন্ধ করা সম্ভব না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, তারা সর্বোচ্চ যা করতে পারেন তা হলো, তারা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন। এর বাইরে আইনগত যা ব্যবস্থা তা নেওয়ার ক্ষমতা তাদের নেই। এক হিসেবে তারা নিরুপায়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এর উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, এর আগেও এখানে অন্তত ছয়বার অবৈধ সংযোগ উচ্ছেদ করা হলেও প্রভাবশালীদের ছএছায়ায় আবার অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। তিতাসের পক্ষ থেকে থানায় সাধারন ডায়রি করেও কোনো সুফল পাওয়া যায়নি। এছাড়া এর আগে গ্যাসের লিকেজ সারাতে এসেও স্থানীয়দের তাড়া খেয়ে তিতাস কর্তৃপক্ষকে পালাতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা অভিযোগ করেন, একদিকে ভ্রাম্যমান আদালত এসে অবৈধ সংযোগ উচ্ছেদ করেন আরেকদিকে তিতাসের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় পূনরায় সংযোগ দেওয়া হয়। তাদের সহযোগিতা ছাড়া এ সংযোগ নেওয়া সম্ভব না।