1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

গোল করে মেসির সামনে রোনালদোর ‘সিউ’ উদযাপন আল হিলাল তারকার

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের রিয়াদে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মিয়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। ম্যাচ ৩-৩ গোলে সমতায় থাকার পর শেষ মুহূর্তের গোলে হেরে যায় মেসির দল। ৮৮তম মিনিটে আল হিলালের পক্ষে জয়সূচক গোলটি করেন ম্যালকম।

এই ম্যাচে আল হিলালের হয়ে তৃতীয় গোলটি করেন মাইকেল দেলগাডা। গোল করেই মেসির সামনে পতুর্গিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই নান্দনিক ‘সিউ’ উৎযাপন করেন ব্রাজিলিয়ান ফুটবলার। তার এই সেলিব্রেশনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা মেসি। মাইকেলের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আল হিলাল।

সোমবার রাতে রিয়াদে রোমাঞ্চকর এই ম্যাচে মেসি-সুয়ারেজ গোল করার আগেই দুটি গোল হজম করে মিয়ামি। ম্যাচের ১০ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে মেসির দল। এর তিন মিনিট আবার গোল করে নেইমারের ক্লাব। এবার ২-০ তে এগিয়ে যায় আল হিলাল।

ম্যাচের ৩৪ মিনিটে ইন্টার মিয়ামিতে অভিষেকের পর প্রথমবারের মতো গোল করেন সুয়ারেজ। ফলে ব্যবধান ২-১ হয়। সুয়ারেজের গোলের ১০ মিনিট পর আবার গোল হজম করে মিয়ামি। ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। বিরতির এক মিনিট বাকি থাকতে আল হিলালের হয়ে গোলটি করেন মাইকেল ডেলগাডা।

বিরতির পর মাঠে ফিরেই গোল করেন মেসি। বক্সের ভেতরে আল হিলাল ফাউল করায় পেনাল্টি পায় মিয়ামি। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। এর ১ মিনিট পর আবার গোল পায় মিয়ামি। এবার গোল করেন ডেভিড রুইস। ফলে ৩-৩ গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর আক্রমণ, পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ম্যাচের ৮৮ মিনিটে গোল হজম করে অবশেষে রোমাঞ্চকর লড়াইয়ে হেরে মাঠ ছাড়ে মিয়ামি।

মেসি ইন্টার মিয়াতিতে যোগ দেওয়ার আগে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন তিনি। অবশেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে দলে ভিড়িয়েছে তারা। যদি মেসিদের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..