দৈনিক প্রত্যয় ডেস্কঃ লকডাউনে ঘরেই ঈদ উদযাপন করছেন আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। ছোট পরিসরে ঘরের ভেতরই সামাজিক দূরত্ব বজায় রেখে আদায় করেছেন ঈদের নামাজ। এদিকে, শনিবারও (২৩ মে) করোনায় দেশটিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬শ’।
প্রতি বছর ঈদের নামাজ মসজিদে গিয়ে আদায় করে একে অপরের প্রতি সালাম বিনিময় ও কোলাকুলির মাধ্যমে যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হতো, এবার করোনায় তা আর হলো না। ঘরেই কাটছে প্রবাসীদের নিঃসঙ্গ ঈদ।
আগামী ঈদ উদযাপনে সবাইকে নিরাপদে ঘরে থাকার পরামর্শ প্রবাসী বাংলাদেশিদের।
এদিকে আইরিশ নাগরিকদের দেশে ফিরতে বিমানবন্দরে প্যাসেঞ্জার ফর্ম পূরণ করতে হবে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
করোনার কারণে থমকে গেছে ঈদ আনন্দ। বিধিনিষেধে ঘরে বসেই ঈদ উদযাপন করছেন সবাই। শিগগিরই মহামারির অবসান ঘটবে, পৃথিবী সাজবে তার চিরচেনা রূপে, পবিত্র দিনে এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
ডিপিআর/ জাহিরুল মিলন