স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। একের পর এক হার তলানীতে নিয়ে যাচ্ছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে পরাজয় না হয় মানা গেলো। কারণ বায়ার্ন শক্তিশালী দল। তারওপর ম্যাচটিতে ৭ গোল হয়েছিলো। হারলেও ৩ বার বায়ার্নের জালে বল জড়াতে পেরেছিরো তারা।
দ্বিতীয় ম্যাচে তুর্কি ক্লাব গ্যালাতাসারের মুখোমুখি হতে যাওয়ার আগে রেড ডেভিল সমর্থকরা আশায় বুক বেধেছিলো, এবার হয়তো জয় পাবে ম্যানচেস্টার ইউনাইটেড। তার ওপর ম্যাচটা নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।
কিন্তু সব আশার গুড়ে বালি। নিজেদের মাঠে তুর্কি ক্লাবটির কাছেও হারতে হরো এরিক টেন হ্যাগের শিষ্যদের। ৩-২ গোলে হারের লজ্জা মাথায় পেতে নিয়ে মাঠ ছাড়লো তারা।
পরাজয়ের সঙ্গে হতাশা হিসেবে যোগ হলো, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর লাল কার্ড। ম্যাচের ৭৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। মূলত, ১০ জনের দলে পরিণত হওয়ার পরই পরাজয়সূচক গোলটি হজম করে ম্যানইউ।
নিজেদের মাঠে ১৭তম মিনিটে গোল করে এগিয়ে যায় ম্যানইউ। এ সময় গোল করেন রাসমাস হজলান্ড। কিন্তু ২৩তম মিনিটে সমতায় ফেরে গ্যালাতাসারে। গোল করেন উইলফ্রেড জাহা। ৬৭ মিনিটে আবারও এগিয়ে যায় ম্যানইউ। এবারও গোল করেন রাসমান হজলান্ড।
৭১ মিনিটে গ্যালাতাসারেকে সমতায় ফেরান তুর্কি তারকা কেরেম আকতুরোগলু। ৭৭তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ। ক্যাসেমিরো মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর অনেকটাই দুর্বল হয়ে পড়ে ম্যানচেস্টারের ক্লাবটি। এ সুযোগে ৮১তম মিনিটে গোল করে গ্যালাতাসারেকে জয় এনে দেন মাউরো ইকার্দি।
এই পরাজয়ের ফলে ‘এ’ গ্রুপের তলানীতে রয়েছে ম্যানইউ। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। গ্যালাতাসারে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এফসি কোপেনহেগেনের পয়েন্ট ১। তারা রয়েছে তৃতীয় স্থানে। ম্যানইউ এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।