সুমন,মোংলা(বাগেরহাট) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে মোংলা বন্দর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে।
সোমবার (০৯) মে সকাল থেকে মোংলায় মেঘাচ্ছন্ন রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। হালকা বাতাসও রয়েছে। যতই বেলা বাড়ছে বৃষ্টি ও বাড়তে শুরু করেছে। মোংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা থেকে ১০২০ কি,মি, দূরে রয়েছে। মোংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব
পড়ায় প্রস্তুতিমূলক সকল কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে ,সাথে বন বিভাগ, পৌর ও বন্দর কর্তৃপহ্ম প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
বন্দর চ্যানেলে দেশি বিদেশি জাহাজ নিরাপদ অবস্থান নিশ্চিত করা হয়েছে। সকল মাছ ধরা নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থাকতে বলা হয়েছে।