কক্সবাজার জেলা প্রতিনিধি: চকরিয়ার সিনিয়র সাংবাদিক মনির আহমদকে বিজ্ঞ ম্যাজিস্ট্রট আদালত জামিন দিয়েছেন। চেয়ারম্যানের বাড়াবাড়ির বিষয়টা প্রমাণিত হল।সাংবাদিক মনির আহমদ আদালত থেকে জামিনে মুক্তি।
গত ২ সেপ্টেম্বর মহশখালী উপজেলার কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন শরিফ তাকে নাজেহাল পূর্বক আটক করে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেন।সংবাদ সংগ্রহ করতে যায় নিজ পেশাদারিত্বের খাতিরেই ,কিন্তু জনরোষের শিকার । কিন্তু একজন জেলা প্রতিনিধি হিসেবে সবখানে যাবার অধিকার প্রতিটি সংবাদ কর্মীর মৌলিক অধিকার।