স্পোর্টস ডেস্ক: দল গোছানোর পর ২৪ ঘণ্টাও পার হয়নি। এরইমাঝে নিজেদের কোচ নিয়োগ করে ফেলেছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেশীয় ক্রিকেটের কিংবদন্তি তুষার ইমরান এবার থাকবেন চট্টগ্রামের কোচ হিসেবে। আগের আসরে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ ছিলেন তুষার। হেডকোচ হিসেবে এটিই তার প্রথম যাত্রা।
জাতীয় দলে খুব বড় ক্যারিয়ার না হলেও বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তুষার ইমরান রীতিমত কিংবদন্তি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রান করে গেছেন তিনি। ক্রিকেট ছাড়ার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড দুটোই নিজের করে নিয়েছেন তিনি।
সবশেষ বিপিএলে সিলেটের হয়ে ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন তিনি। তার অধীনে বিপিএলে নিজেদের মেলে ধরেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও জাকির হাসানরা।
বিপিএলের আগে খুব শক্তিশালী দল করা হয়নি চট্টগ্রামের। মোটামুটি খর্বশক্তির দল হিসেবেই মাঠে নামবে তারা। গত আসরের দল থেকে দেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করেছে শুভাগত হোম, জিয়াউর রহমান এবং স্পিনার নিহাদ উজ জামানকে। এ ছাড়া দেশি ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করে পেসার শহিদুল ইসলামের সঙ্গে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে তানজিদ হাসান তামিম, পেসার আল আমিন, ব্যাটার সৈকত আলী, ইমরানুজ্জামান, ব্যাটার শাহাদাত হোসেন দিপু, বাঁহাতি পেসার সালাউদ্দিন সাকিলকে। বিদেশি হিসেবে তাদের পছন্দ ছিল কার্টিস ক্যাম্ফার এবং বিলাল খান।
ড্রাফটের আগে বিদেশি হিসেবে তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের মোহাম্মদ হারিস, আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান, স্টিফেন স্কিনাজি এবং পাকিস্তানের পেসার হাসনাইনকে।