বগুড়ার সংবাদদাতাঃ ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থেকে ২৫ বোতল ফেন্সিডিল সহ দুইজন আসামিকে গ্রেপ্তার।
ব্যাটালিয়ন পুলিশ জানায় আজ ৭ আগস্ট ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সন্তু বিশ্বাস এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ শফিকুল আলম, এএসআই(নিঃ), মোঃ শামসুল আলম, এএসআই(নিঃ),শামছুল হক কনস্টেবল মোঃ হাসিবুর রহমান, মোঃ সাইফ ইকবাল, মোঃ মেকদাদুর , মোঃ আহসান, পারভেজ এর সহায়তায় জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানাধীন ০৫ নং পুরানাপৈল ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে (১৫+১০)= ২৫ (পঁচিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল (যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকাসহ দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন, ০১। মোঃ রিফাত হোসেন (২১), পিতা- সালাউদ্দিন। ০২। মোঃ তারেক হাসান (২০) , পিতা-ফরিদুল ইসলাম উভয় সাং- দানেজপুর থানা- পাঁচবিবি , জেলা- জয়পুরহাট।
চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, এ সংক্রান্তে জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।