সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী মহোৎসবকে উৎসবমুখর করতে হলদিবুনিয়া বাবু দেবু দাসের বাড়ি প্রতি বছররের মতো এবারও তিনদিন ব্যাপী মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।বুধবার(১৬ নভেম্বর) শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে মহোৎসব।মহোৎসবের শুভ ঘট স্থাপন করেন শ্রী নিরাপদ গোসাই। এবং শুক্রবার ভোগ মহোৎসবের মধ্য দিয়ে শেষ হবে মহােৎসব।
এ অনুষ্ঠানে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হলদিবুনিয়া নিজ বাড়ি অনুষ্ঠিত মহোৎসব সম্পর্কে বাবু দেবু দাস বলেন আমি অনেক বছর অনুষ্ঠান করে আসছি। এবং আমার বাড়িতে অনেক দূর দূরান্ত হতে ভক্তগন আসেন।হিন্দু মুসলমান সকলে আসেন।প্রসাদের ও ব্যাবস্থা করা হয়েছে। সকল ভক্তগন প্রসাদ গ্রহন করবেন। সকল ভক্তের চরন ধুলায় মুখরীত আমার বাড়ি।বিগত বছরের তুলনায় এবার একটু ভিন্ন আয়োজন করেছি।ভক্তদের উদ্দেশ্য এবার সুদুর ভারত হতে কবি গায়ক এনে একদিন কবি গানের আয়োজন করেছি।সত্তি ভক্তের আগমনে নিজেকে আমি ধন্য বলে মনে করছি।সবাই আমায় আশীর্বাদ করবেন আমি যেন প্রতিবছর এমন মহোৎসব করতে পারি।
দুই নং ওয়ার্ড সদস্য বাবু নিউটন ডাকুয়া শান্ত বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও তিন দিন ব্যাপী মহোৎসব শুরু হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ও ভারত থেকে আসা কবিআলের সমন্বয়ে ঐতিয্যবাহী কবি গানের লড়াই চলছে।অনেক দূর হতে ভক্তগন এসেছেন অনুষ্ঠান উপভোগ করেছেন ।সকল নিরাপত্তা ব্যাবস্থাও এখানে রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইব্রাহিম হোসেন সাধারণ সম্পাদক মোংলা উপজেলা আওয়ামীলীগ,চিলা ইউনিয়ন পরিষদ সুযোগ্য চেয়ারম্যান জনাব গাজী আকবর হোসেন,মোঃ মুজিবর রহমান(চিলা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক),জনাব গোলাম শেখ(সভাপতি১ নং ওয়ার্ড আওয়ামীলীগ),সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আলামিন শেখ,২ নং ওয়ার্ড সভাপতি বাবু মনরঞ্জন মন্ডল,এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বিভিন্ন নেতৃবৃন্দ,প্রশাসন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।