শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সাতক্ষিরা সংবাদদাতা:
চলে গেলেন মোহাম্মদ নাসিম ভাই,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব জি এম শফিউল আযম লেনিন, আবেগ আপ্লূত কন্ঠে লেনিন বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপা যখন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ছিলেন গণতন্ত্রের সংগ্রাম করেছিলেন, আর সেই সংগ্রামের অন্যতম বীর যোদ্ধা ছিলেন মোহাম্মদ নাসিম ভাই, আমরা তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা হারালাম আমাদের প্রিয় ভাই কে, তিনি তখন নব্বই দশকের ঢাকার রাজপথের বিভিন্ন স্মৃতি চারণ করে আবেগ আপ্লূত হয়ে জান তিনি।
