স্পোর্টস ডেস্ক: সময়টা একটুও ভাল যাচ্ছেনা ইংলিশ জায়ান্ট চেলসির। অবস্থা এমন দাঁড়িয়েছে পরের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে গোল করতে না পারলে সেপ্টেম্বর মাসে ‘গোল অব দ্য মান্থ’ নামের পুরস্কারটাও দিতে পারবেনা তারা। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই গোলখরায় আছে ক্লাবটি। অথচ নতুন মালিকানায় এসে খেলোয়াড় কিনতেই ১ বিলিয়নের ইউরোর বেশি খরচ করেছে তারা।
সেখানেই রি-টুইট করে ডমিনো’স পিজ্জা। তাদের বক্তব্য, চেলসির শেষ গোলের পর থেকে পুরো ব্রিটেনে ৮ লাখ ৫২ হাজার ৬০৯টি পিজ্জা বিক্রি করেছে তারা।
ব্যাপারটি সত্যিই এমন কিনা তা নিয়ে অবশ্য অনুসন্ধান করার উপায় নেই। চেলসি সবশেষ গোল করেছিল গত ৩১ আগস্ট। এরপর থেকে সেপ্টেম্বরে তিন ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি লন্ডনের ক্লাবটি। মাঝে পেরিয়ে গিয়েছে ২৫ দিন। ডোমিনো’স পিজ্জা পুরো বিশ্বেই ব্যাপক জনপ্রিয়। সে হিসেবে ৮ লাখের বেশি পিজ্জা বিক্রি করা অসম্ভব কিছু নয়।
এদিকে নিজেদের গোলখরা নিয়ে এমনিতেই বিব্রতকর অবস্থায় আছেন চেলসির কোচ মারিসিও পচেত্তিনো। ছয় ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের চৌদ্দতম স্থানে আছে চেলসি। দলের সর্বোচ্চ গোলদাতা রাহিম স্টার্লিং। তার গোলসংখ্যাও কেবল দুটি!