স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবাররে মতো শিরোপা ঘরে তুলেছে বি-লাভ ক্যান্ডি। গতকাল প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে ১ বল হাতে রেখে জয় পায় বি-লাভ ক্যান্ডি। ইনজুরির কারণে দলের নিয়মিত অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা ফাইনালে না খেলতে পারলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
পুরো টুর্নামেন্টে ব্যাটে বলে ক্যান্ডিকে নিজের সবটা দিয়ে টিকিয়ে রেখেছিলেন হাসারাঙ্গা। লঙ্কান এই অলরাউন্ডারের রানের সংখ্যাও ছিল পুরো টুর্নামেন্টে সবার থেকে বেশি। ১০ ম্যাচে ৩৪.৮৭ গড়ে এবং ১৯৮.৭৯ স্ট্রাইক রেটে ২৭৯ রান করেছেন হাসারাঙ্গা।
এমনকি সবচেয়ে বেশি উইকেটও পেয়েছেন এই অলরাউন্ডার। ১০ ম্যাচে ৫.৫১ ইকোনমি রেটে ১৯ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু ফাইনালের আগে ইনজুরি সমস্যায় একাদশ থেকে ছিটকে যান হাসারাঙ্গা। চোটের কারণে রবিবার ফাইনালে না খেলার আফসোস নিঃসন্দেহে থাকবে তার।
এর আগে রবিবার টস জিতে প্রতিপক্ষ ডাম্বুলাকে আগে ব্যাট করতে পাঠায় ক্যান্ডি। শুরুতে চাপে পড়লেও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ করে ডাম্বুলা।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ক্যান্ডির শুরুটা ভালো হয়েছিল। ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে নেয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান (৩৭ বল) করেন কামিন্দু মেন্ডিস। ডাম্বুলার হয়ে নুর আহমেদ দারুণ বোলিং করে ৩ উইকেট নেন।