1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২১৬ Time View

প্রত্যয় নিউজডেস্ক: জার্মানিতে বসন্ত আসতে বাকি আরও প্রায় ছয় মাস। তবে তার আগেই সাফল্যের বসন্তে ভাসছে দেশটির শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। একের পর এক শিরোপা জিতে শরৎকালকেই নিজেদের বসন্ত বানিয়ে রাখছে মিউনিখের ক্লাবটি। সবশেষ তারা জিতেছে জার্মান সুপার কাপের শিরোপা।

করোনাভাইরাসের লকডাউনের পর শুরু হওয়া ফুটবলে ২০১৯-২০ মৌসুমের বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বায়ার্ন। এর আগেই জিতে রেখেছিল জার্মান কাপ। ফলে পূরণ হয় সে মৌসুমের ইউরোপিয়ান ট্রেবল। শিরোপার এই ধারাবাহিকতা নতুন মৌসুমেও ধরে রেখেছে হান্স ফ্লিকের শিষ্যরা।

গত বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। সেই সাফল্যের সপ্তাহ পেরুনোর আগেই, পরবর্তী সপ্তাহের বুধবার তারা ঘরের তুলল জার্মান সুপার কাপের ট্রফি। চির প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন।

তবে জয়টি ঠিক অতটা সহজ ছিল না চ্যাম্পিয়ন বায়ার্নের জন্য। দুই গোল করে তারা এগিয়ে গেলেও, দুইটি গোলই ফিরিয়ে দিয়েছিল বরুশিয়া। কিন্তু শেষদিকে জশুয়া কিমিচের করা গোলের আর কোনো জবাব দিতে পারেনি কালো-হলুদ জার্সিধারীরা। ফলে ৩-২ গোলের জয়ে শিরোপা আনন্দে মেতেছেন ম্যানুয়েল নয়্যার, থমাস মুলাররা।

ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলটি করে বায়ার্ন। আচমকা এক কাউন্টার অ্যাটাকে তড়িৎ গতিতে বরুশিয়ার রক্ষণে হানা দেন তারা। সতীর্থের কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নেন মিডফিল্ডার কোরেন্টিন তোলিসো। যা গোলরক্ষকের পায়ে লেগে আঘাত হানে ক্রসবারে। ফিরতি বলে আলতো করে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন তোলিসো।

দ্বিতীয় গোলটি পেতে আরও ১৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে অ্যালিয়েন্স অ্যারেনায় নিজেদের ঘরের মাঠে খেলতে নামা বায়ার্নকে। এবার স্কোরশিটে নাম তোলেন থমাস মুলার। সময়ের অন্যতম দ্রুতগতির ফুটবলার আলফনসো ডেভিসের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে জাল কাঁপান জার্মানির অন্যতম সেরা তারকা মুলার।

তবে এর সাত মিনিটের মাথায়ই ব্যবধান কমান বরুশিয়ার জার্মান ফরোয়ার্ড হুলিয়ান ব্রান্ডট। দলের তরুণ তারকা আর্লিং হালান্ডের পাস ধরে ডি-বক্সের মধ্যে ঢুকেই উঁচু করে নেয়া শটে নয়্যারকে পরাস্ত করেন ব্রান্ডট। প্রথমার্ধে আরও সুযোগ পেলেও গোল করতে না পারায় ১-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বরুশিয়া।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৫ মিনিটের সময় সমতা ফেরান নরওয়েজিয়ান তরুণ আর্লিং ব্রট হালান্ড। থমাস ডেলেনির অসাধারণ এক পাস পেয়ে সেটিকে গোলে রূপান্তর করেন ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড। এর কিছু সময় পর নয়্যারের দৃঢ়তায় ম্যাচে পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় বায়ার্ন। হালান্ডের দুর্দান্ত এক প্রচেষ্টা অসামান্য দক্ষতায় ফেরান জার্মান গোলরক্ষক।

ম্যাচের সাম্যবস্থা যখন শেষ বাঁশির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বরুশিয়াকে এক সাগর হতাশায় ডোবান জশুয়া কিমিচ। রবার্ট লেওয়ানডস্কির কাছ থেকে একবার করে বল দেয়া-নেয়া করে ডি-বক্সে ঢুকে গোলমুখে শট নেন কিমিচ। প্রথম দফায় ফিরিয়ে দেন বরুশিয়া গোলরক্ষক। তবে ফিরতি বলে গোল করতে ভুল করেননি কিমিচ। আর এতেই নিশ্চিত হয় বায়ার্নের অষ্টম সুপার কাপ শিরোপা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..