ছাত্র
– মোঃ আব্দুল গনী শিব্বীর
জ্ঞান ধারণের পাত্র
জ্ঞান প্রয়োগের ক্ষেত্র
সুপ্ত মেধায় করে রপ্ত
সে যে অাসল ছাত্র।
কোমল মনন যেন কলি
মধুর নেশায় যেন অলি
জ্ঞানের নেশা বড় অাশা
যেন মাঠের অাসল চাষা।
ন্যায় সততার মহাগুণে
অধ্যাবসার দিন যাপনে
স্বপ্ন দেখে বিশ্ব জয়ের
করবে বিজয় সত্য ন্যায়ের।
শিক্ষা নিয়ে গর্ব যাদের
দীক্ষা নিয়ে জীবন স্বাদের
গড়বে যারা নতুন কত স্বপ্ন
ছাত্র তারা দেশের অাসল রত্ন।
ভক্তি যাদের গুরুজনে
শ্রদ্ধা তাদের সুপ্ত মনে
অারাধনা করে তারা
প্রভুর ডাকে দেয় সাড়া।
সম্প্রীতিতে অগ্রগামী
জ্ঞান সাধনা দিন রজনী
বন্ধুজনে সৎ ব্যবহার
পায়ে দলে সব অনাচার।
সময়ের নয় অপচয়
অসীম সাহস পায় না ভয়
মনের মতো স্বপ্ন গড়ে
বীরের মতো যায় যে লড়ে।
জ্ঞান সাধনায় মত্ত থাকে
ছুটে যায় দুঃখীর ডাকে
দেশের প্রেমে মত্ত হয়ে
শহীদ হয় জীবন দিয়ে।
লেখকঃ কবি, প্রাবন্ধিক,গবেষক।