নিজস্ব প্রতিবেদকঃ সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বনানীতে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উওর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) আব্দুল্লাহ আল বাকীর উপস্থিতিতে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাদ্দীর আহমেদের পরিচালনায় মহাসড়কের পাশে বনানী ১১ নম্বর রোডে ‘ঢাকা ইউনিভার্সিটি’ ও ‘বনানী ক্লিনিক লিঃ’ এর অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এ সময় অভিযান পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।
পরিদর্শনকালে মেয়র বলেন, ‘আমি বারবার যেটা বলতে চাই, আপনারা পারমিশন নেন। আপনারা এই যে কাজটা করলেন একটা ইউনিভার্সিটি। আপনারা শিক্ষার্থীদের শিক্ষা দিবেন, তারা যদি দেখে বিলবোর্ডটার পারমিশন নেই তাহলে কি শিক্ষা নিবে তারা? এই যে ক্লিনিক, এরা কেমন চিকিৎসা দিবে, যারা কিনা অবৈধ একটা বিলবোর্ড রাস্তার মধ্যে লাগিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ।’
তিনি আরো বলেন, ‘আমরা এধরনের অবৈধ কোনো কিছুই থাকতে দিব না। এ শহরের মধ্যে একটা আইন আছে। আমি সবাইকে বলতে চাই, আপনারা যেকোনো ধরনের সাইনবোর্ড, শপ সাইন যা কিছু লাগাবেন এটার ট্যাক্স যেরকম দিতে হবে এবং ট্যাক্স দেওয়ার আগে সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিতে হবে। অনুমোদনবিহীন সব কিছুই আমরা এই সিটি থেকে পর্যায়ক্রমে সরিয়ে ফেলব।’ অন্যান্য যেসব এলাকায় অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড, শপ সাইন, এলইডি রয়েছে সবাইকে অতি শীঘ্রই ট্যাক্স পরিশোধ করে অনুমতি নেওয়ার আহবান জানান তিনি।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, ‘আমাদের মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশে ঢাকা শহরকে সুন্দর করার জন্য এবং একই সাথে অবৈধ যতো বিলবোর্ড, প্যানা সাইন, সাইনবোর্ড আমাদের এই সিটি কর্পোরেশনের মধ্যে আছে এর উচ্ছেদের অভিযান আমরা চালাচ্ছি।’ আজকের (শুক্রবার) অভিযান প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু মহাসড়ক এলাকা সেজন্য আমরা আজকে ছুটির দিনটাকে বেছে নিয়েছি, যেন আমাদের জনদুর্ভোগ না হয়। জনগনের চলাচলে কোন সমস্যা না হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাদ্দীর আহমেদ বলেন, ‘আজকে ছুটির দিন কিন্তু সিটি কর্পোরেশনের কোনো ছুটি নাই। সিটি কর্পোরেশন শুক্রবার দিনও কাজ করে যাচ্ছে। এটা কিন্তু সিটি কর্পোরেশনের কাজ না, এটা নগর উন্নয়নের কাজ। আজকে যে কাজটায় হাত দিয়েছি এটা সুন্দর একটা নগরী উপহার দেওয়ার জন্য। যে কোনো আইনের তোয়াক্কা না করে যারা রাজস্ব ফাঁকি দিয়ে, যারা নিয়মনীতির বহির্ভূতভাবে শহরকে অসুন্দর করেছে তা সুন্দর করার আমাদের প্রথম ধাপ সাইনবোর্ড, বিলবোর্ড অপসারণ। যারা অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় প্রায় ১৬০০ অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণ করা হয়েছে।