রাঙামাটি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় রাঙামাটি শহরে বিভিন্ন পেশাজীবি সংগঠন ও মহিলা লীগের মানব বন্ধন করা হয় । সকাল সাড়ে সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্য্যলয়ের সামনে রাঙামাটি জেলা মহিলা আওয়ামীগের সভানেত্রী সাবেক সাংসদ ফিরোজ বেগম চিনু সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন -জেলা মৎস্য লীগের সভাপতি উদায়ন বড়ুয়াসহ অন্যন্যা নেতৃবৃন্দ্ধ ।
একই স্থানে সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতি(বাসমাশিস)রাঙামাটি জেলায় মানব বন্ধন করেছে। রাঙামাটি সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দীন ,শিক্ষক কামরুল ইসলাম,মাহফুজুর রহমান,আহম্মেদ হোসেন ও সনাতন দাশ বক্তব্য রাখেন ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের আয়োজনে কুষ্টিয়া জেলার পাঁচ রাস্তার মোড় শাপলা চত্ত্বরে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে সড়কের পাশে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব) উপস্থিতিতে বোর্ডের সদস্য প্রশসন ও সদস্য সচিব আশীষ কুমার বড়–য়া (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), মোঃ আব্দুল আজিজ, সাবেক নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, বান্দরবান পার্বত্য জেলার ইউনিট অফিসের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বিন ইয়াছির আরাফাত, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সফিকুল ইসলাম, কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তা, সহকারী সচিব মোঃ নুরুজ্জামান, রাঙামাটি প্রকৌশলী শাখার সহকারী প্রকৌশলী (সিভিল) মিজ্ ত্রয়া সরকার, মিশ্র ফল চাষ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ কামরুজ্জামান, সমন্বয় কর্মকর্তা মোঃ খোরশেদ আলাম, খাগড়াছড়ি ইউনিট অফিসের সহকারী প্রকৌশল (সিভিল) মোঃ খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, মিজ্ ডজী ত্রিপুরা, সহকারী পরিকল্পনা কর্মকর্তাসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বোর্ডের আওতায় সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ নেক্কার জনক ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সোমবার শহীদ বুদ্ধিজীবীর সূর্য সন্তানদের স্মরণ করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি৷
সংগঠনের কাউখালী চ্যাপটারের সভাপতি মোঃ ফয়জুর রহমান (ইরফান) এর নেতৃত্বে মোমবাতি হাতে শহীদ মিনার কমপ্লেক্স আলোকিত করে স্বেচ্ছাসেবীরা। শহীদ বেদিতে শপথ পাঠ করিয়ে ৭১ এর পরাজিত শক্তির সকল অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সম্মিলিত কন্ঠে ঐক্যবদ্ধ থাকার ধ্বনি উচ্চারিত হয়। কাউখালী চ্যাপটারের সভাপতি শপথ পাঠ করান।
##চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি