রাঙামাটি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙামাটি জেলা প্রশাসকের উদ্যেগে প্রতিবাদ সভা সকাল সাড়ে ১০ টায় জেলাপ্রশাসন কার্য্যলয়ে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক প্রেস ক্লাবের সভাপতি সুনীল কান্তি দে ,জেলাপ্রশাসনের কার্য্যালয়ে জগতজ্যোতি চাকমা. সমাজসেবার উপ-সহকারী হারুন অর রশিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জমান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় প্রতিনিধি আবদুল গফুর ।
রাঙামাটি জেলা প্রশাসনের কার্য্যলয়ে সহকারী কমিশনার লাইতুল হোসেন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী শাহে আরেফিন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু ছালেক প্রধান.রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা, রাঙামাটি দায়রা জজ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেড এএনএম মোরশেদ খান ও পুলিশ সুপার আলমগীর কবির বক্তব্য রাখেন । প্রতিবাদ সভায় জেলা পর্যায়ে সকল সরকারী কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা কুষ্টিয়া জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান । সভায় দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানানো হয়েছে ।
###
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি ১২ ডিসেম্বর ২০২০ ইং।